Article Written

 আধুনিক জিবনে ট্রাক কেন এতো গুরুত্ব পূর্ণ  (Why is track so important in modern life?) 





বাংলাদেশ পর্যায় ক্রমে আধুনিকতার ছোঁয়াতে আধুনিক হয়ে উঠেছে । তার সাথে সাথে আধুনিক হয়েছে মানুষের চাহিদাও , আর সকল পণ্য চাহিদা মেটাতে পরিবহন ক্ষাতে ট্রাক এর গুরুত্ব অপরিসীম । 

 



বাংলাদেশ পর্যায় ক্রমে আধুনিকতার ছোঁয়াতে আধুনিক হয়ে উঠেছে ।আর আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের রাস্তা, ঘাটও  পরিলিক্ষিত। তার সাথে সাথে আধুনিক হয়েছে চাহিদাও , আর সকল পণ্য চাহিদা মেটাতে পরিবহন ক্ষাতে ট্রাক এর গুরুত্ব অপরিসীম । মানুষের দৈনিক জিবনে নিত্ত প্রয়োজনীয় সামগ্রি দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় রপ্তানি করতে ট্রাক এর কোন বিকল্প নেই । একটি ট্রাক তার গন্তব্য ছেড়ে অপর গন্তব্বে পোঁছাতে নানা বিপত্তি পার হতে হয়। যেমনঃ চাকা ফেটে জাওয়া , গাড়ীর ইঙ্গিন নষ্ট হওায়া, দুর্ঘটনার শিকার হওয়া ইত্যাদি । 


ট্রাক এর গুরুত্বঃ 


১। সারা দেশে পণ্য চাহিদা এবং ঘাটতি পুরন করতে এক জায়গার মাল অন্য জায়গায় স্থান্নন্তর করতে হয় , আর এই কাজ ট্রাক এর সাহায্যে সহজে করা যায় । 

২। সরকারি কিংবা বেসরকারি চাকরীতে স্থানন্তরের জন্য বাসা বাড়ীর সকল মালামাল আনা নেওয়া করতে হয় আর এই কাজটাও ট্রাক এর সাহায্যে খুব সল্প খরজে করা যায় ।

৩। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে মালা মাল বাড়ীতে থেকে বিভিন্ন জায়গায় পাঠাতে হয় আর এই কাজটাও করে থাকে ট্রাক এর সাহায্যে । 

৪। কাঁচা বাজার ,সবজি, বিভিন্ন কাঁচা মসলা সরবারাহ কাজে ট্রাক প্রয়োজন।

৫। দেশের আমদানি এবং রপ্তানি কাজে ট্রাক এর প্রয়োজনীয়তা গুরুত্ব পূর্ণ।




ট্রাক এর বিপরীত কিছু দিকঃ 


১। সাধারনত এক জন স্বাভাবিক মানুষ কাজ করতে পারে ৮ ঘন্টা কিন্তু ট্রাক ড্রাইভার দের কোন নির্দিষ্ট সময় নেই।

২। তারা যে পরিমান পরিশ্রম করে সেই অনুপাতে তাদের বেতন নেই।

৩। জিবনের মায়া ত্যাগ করে মাথায় ছাপ নিয়ে সঠিক সময় মাল পোঁছে দিতে হয়। 

৪। পর্যাপ্ত ঘুম এর অভাব।

৫। মানসিক চাপ।

ইত্যাদি আর অনেক বিষয় রয়েছে। 

অনেকটা সময় নিয়ে আমার আর্টিকেল পড়ার জন্য অনেক অনেক থাঙ্কস। ভাল থাকুন , আল্লাহ হাফেজ ।



2 comments: